সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

রিমান্ড শেষে কারাগারে ছাত্রলীগ নেত্রী নিশি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫ ১২:২০ pm

ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী বেনজীর হোসেন নিশিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, দুই দিনের রিমান্ড শেষে আসামি নিশিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে নিশিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সাতক্ষীরা থেকে গত ১২ জানুয়ারি নিশিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত ১৪ জানুয়ারি তার দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় গত ২৮ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহিরুল হক হলের শিক্ষার্থী আরমান হোসাইন। মামলায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে প্রধান আসামি করে মোট ২২০ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এই মামলায় ২১০ নম্বর আসামি নিশি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD