মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ১:৪৮ pm

রাশিয়া সফরে যাবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার (১২ আগস্ট) তিন দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো যাওয়ার কথা রয়েছে তার।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, মাহমুদ আব্বাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেসময় তারা গাজা পরিস্থিতি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

এ বিষয়ে মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল বলেন, সবকিছু ঠিক থাকলে সোমবার বিকেলে মাহমুদ আব্বাস মস্কোতে পৌঁছাবেন। মঙ্গলবার পুতিনের সঙ্গে বৈঠকের দিন ঠিক করা রয়েছে। দুই নেতা গাজা যুদ্ধ বন্ধে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে ও তাতে রাশিয়ার ভূমিকা কেমন হতে পারে, তা নিয়ে আলোচনা করবেন।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজীরবিহীন হামলার জেরে গাজায় সামরিক অভিযান শুরু করে নেতানিয়াহুর সরকার, যা এখনো চলছে। ইসরায়েলের বর্বর এই অভিযানে এখন পর্যন্ত ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন আর ৯০ হাজারেরও বেশি মানুষ। আর ধ্বংস হয়ে গেছে ৭০ শতাংশের বেশি স্থাপনা।

ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর এখন পর্যন্ত অন্তত ৩৯,৭৯০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন ও প্রায় ৯২, ১৫২ জন মানুষ আহত হয়েছেন।

বলা হচ্ছে, এই সংঘাতের কারণে গাজার মোট জনসংখ্যার উল্লেখযোগ্য অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ৩০ বছরের নিচে থাকা প্রায় ৭৫ শতাংশ যুবক-যুবতী এই হামলায় নিহত হয়েছেন।

এদিকে, গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনী ব্যাপক মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র ও তার একাধিক মিত্র দেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেখালেও, তা কানে তুলছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD