ইউক্রেনের বিরুদ্ধে ওয়াগনার বাহিনীর হয়ে যুদ্ধ করায় ক্ষমা করে দেওয়া হয়েছে রাশিয়ার প্রায় ৫ হাজার অপরাধীকে। এ খবর দিয়েছেন ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। খবর রয়টার্সের।
এক টেলিগ্রাম বার্তায় ওয়াগনার প্রধান জানিয়েছেন, ওয়াগনার বাহিনীর সঙ্গে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ায় চুক্তি মোতাবেক ৫ হাজারের বেশি অপরাধীকে রাশিয়ার কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ভাড়াটে গোষ্ঠি হিসেবে যুদ্ধ করছে ওয়াগনার বাহিনী। এর আগে এই বাহিনীতে অনেক কারাবন্দিদের ঢোকানোর খবর শোনা গিয়েছিল। এবার সেই খবর সত্য হলো।
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে ওয়াগনার বাহিনীতে প্রতিদিন প্রায় ৫০০-৮০০ নতুন সেনা যোগ দিচ্ছে, এমন দাবি করেছেন ইয়েভগেনি প্রিগোজিন। সেনা সংগ্রহের জন্য রাশিয়ার ৪২ শহরে নিয়োগ কেন্দ্র খুলেছিল ওয়াগনার গ্রুপ। ইউক্রেনের বাখমুত শহর দখলে রাশিয়ার হয়ে লড়াই করছে এই ভাড়াটে গোষ্ঠী।