বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন




রাশিয়ায় সুইডিশ কনসুলেট বন্ধের নির্দেশ, ৫ কূটনীতিক অবাঞ্ছিত

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৬৬ বার পড়া হয়েছে

গুটেনবার্গ ও সেইন্ট পিটার্সবার্গে অবস্থিত সুইডেনের কনসুলেট বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। সেইসঙ্গে দেশটির ৫ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে মস্কো।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সুইডিশ রাষ্ট্রদূত মালেনা মার্দকে তলব করে রাশিয়ার এসব পদক্ষেপের ব্যাপারে অবহিত করা হয়েছে। সেই সঙ্গে তাকে জানানো হয়েছে, সুইডেনের সংঘাতপূর্ণ নীতির কারণেই রাশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে ১ সেপ্টেম্বরের মধ্যে গুটেনবার্গ ও সেইন্ট পিটার্সবার্গ কনসুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয় সুইডেনকে।

এর আগে এপ্রিলের শেষদিকে রাশিয়ার ৫ কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছিল সুইডেন। মূলত এর প্রতিশোধস্বরূপ এ পদক্ষেপ নিল সুইডেন।

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে ভাঙন শুরু হয়।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD