শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন

রাতের মধ্যে হতে পারে ঝড়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ১:২৬ pm

দেশের ১৮ অঞ্চলে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। এসব অঞ্চলের নদীবন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলেছে অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ শনিবার (৫ অক্টোবর) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে আবহাওয়া পূর্বাভাসে জানায়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে খুব সহসাই বৃষ্টি বন্ধ হচ্ছে না। বরং আরও কয়েকদিন এমন প্রবণতা অব্যাহত থাকার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD