বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন ২৬ সেপ্টেম্বর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৫৫ am

রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।

রোববার (২৪ সেপ্টেম্বর) যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ আগামী ২৬ সেপ্টেম্বর ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন।

এতে আরও বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর দলের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও রাজশাহী মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD