সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২ অপরাহ্ন

রাজবাড়ীতে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ৪৭ জন, হাসপাতালে ভর্তি ১৫৬

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ৬:৪২ am

রাজবাড়ীতে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলা সদরসহ উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ১৫৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান জেলার সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার সদর হাসপাতালে ২১, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১৩ জন, কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৭, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৬।

এছাড়া জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৫৬ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে ৫৩ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৪৩ জন, কালুখালীতে ২৩, বালিয়াকান্দিতে ২৯ ও গোয়ালন্দে ৮ জন। এছাড়া জেলায় এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২০৯৬ জন। সুস্থ হয়েছেন ১৯৪০ জন।

সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, রাজবাড়ীতে ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি ঘটছে। প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার সবকটি উপজেলাতে আক্রান্তের সংখ্যা আগের থেকে বেশি। ডেঙ্গু রোধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD