সরকার পতনের এক দফা আন্দোলনের কারণে রণক্ষেত্র রাজধানী ঢাকা। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে সরকারি দলের লোকজনের মধ্যে। এই সংঘর্ষের ঘটনায় অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন স্থাপনায়। এখন পর্যন্ত রাজধানীর তিন এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে।
জানা গেছে, রাজধানীর বাটা সিগন্যালে পুলিশ বক্সে, বাংলামোটর পুলিশ বক্সে ও সেরাটন মোড়ের পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে।
রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার পর এই তিন পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজধানীর বাটা সিগন্যালে পুলিশ বক্সে একদল লোক এসে আগুন ধরিয়ে দেয়। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া দুপুর ১২টার পর বাংলামোটর পুলিশ বক্সে ও সেরাটন মোড়ের পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। আগুনের কারণে এই তিনটি পুলিশ বক্স পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি।