শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

রাজধানীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ৯:৩৯ am

রাজধানীর কল্যাণপুর থেকে দুটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির দারুস সালাম থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, মো.ওয়াকার পারভেজ ওরফে জীবন ও মো. হাবিবুর রহমান।

মঙ্গলবার (৯ জুলাই) দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (৮ জুলাই) দিবাগত ভোর ৪টার দিকে শ্যামলী থেকে কল্যাণপুর আসার পথে কল্যাণপুর বাসস্ট্যান্ডের ফুট ওভারব্রীজ সংলগ্ন হানিফ পরিবহন বাস কাউন্টারের সামনে দুইজন ব্যক্তির চালচলনে সন্দেহ হলে তাদের থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা না থেমে পালানোর চেষ্টা করে। এসময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়াকার পারভেজ ওরফে জীবনের শরীর তল্লাশি করে তার কোমরে থাকা দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও হাবিবুর রহমানের শরীর তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে থেকে তিনটি মুঠোফোন জব্দ করা হয়।

বিদেশি এই পিস্তলের উৎস সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তার দুজন কুষ্টিয়া থেকে এ পিস্তল দুটি ঢাকায় নিয়ে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির দারুস সালাম থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD