সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

রাঙামাটিতে মায়ের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ৮:৪২ am

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জয়ন্তী চাকমার (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) ভোরে নদীর ঘাটে তার মরদেহ ভেসে উঠে।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, শনিবার (২৭ এপ্রিল) দুপুরে জয়ন্তী চাকমা কৃষ্ণা মায়ের সঙ্গে কাচালং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি। পরে আজ রোববার ভোরে তার মরদেহটি নদীর ঘাটে ভেসে উঠলে পরিবারের সদস্যরা উদ্ধার করে।

জয়ন্তী চাকমা সাজেক গঙ্গারাম এলাকার মিশন চাকমার মেয়ে। তার মরদেহ উদ্ধারের পর পরিবারসহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার শিশু জয়ন্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD