পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা চূড়ান্ত করতে সোমবার (১১ মার্চ) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওইদিন সন্ধ্যায় জানা যাবে পবিত্র রমজান মঙ্গলবার (১২ মার্চ) নাকি বুধবার (১৩ মার্চ) শুরু হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বসতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক বলেন, জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রীর সভাপতিত্বে সোমবার বাদ মাগবির রমজান মাসের শুরুর তারিখ ঠিক করতে বৈঠকে বসছেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সোমবার বাদ মাগরিব (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট) সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।
সোমবার সন্ধ্যায় হিজরি ১৪৪৫ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে রমজান মাস গণনা শুরু হবে ও মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে সোমবার রাতেই এশার নামাজের পর তারাবিহ নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।