রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:৩০ পূর্বাহ্ন




রংপুরের সামনে ১৩৩ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে নিজেদের শেষ টানছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে দলটি।

মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের অধিনায়ক জিয়াউর রহমান। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দলটি ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৩২ রান।

ম্যাচ জিততে হলে রংপুরকে করতে হবে ১৩৩ রান। এই লক্ষ্য তাড়া করতে পারলে ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে বরিশালকে পেছনে ফেলবে দলটি। সেক্ষেত্রে সেরা দুইয়ের লড়াই জমে যাবে।

পুরো টুর্নামেন্ট জুড়ে চট্টগ্রাম ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে। নিজেদের শেষ ম্যাচেও তার ব্যতিক্রম ঘটেনি। রংপুরের বিপক্ষে চট্টগ্রাম পাওয়ারপ্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই ফিরে যান দ্রুত।

চারে নেমে অবশ্য আফিফ ৭ বলে ৩ চারে ১৫ রান করে দারুণ কিছুর ইঙ্গিত দেন।কিন্তু পাওয়ারপ্লের পরের ওভারে ফেরেন তিনিও। এক পর্যায়ে ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি।

সেখান থেকে চট্টগ্রামকে সম্মানজনক স্কোর পেতে সহায়তা করেন অধিনায়ক জিয়াউর রহমান এবং তৌফিক খান। জিয়াউর করেন সর্বোচ্চ ৩৩ রান। এছাড়াও তৌফিকের ব্যাট থেকে আসে ২৮ রান।

শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ১৭ এবং ভিজয়কান্ত ভিয়াসকান্ত ১১ রানের সুবাদে ১৩২ স্কোর পায় চট্টগ্রাম।

রংপুরের পক্ষে হারিস রউফ মাত্র ১৪ রানের বিনিময়ে ২ উইকেট নেন। রাকিবুলও পান ২ উইকেট। তিনি খরচ করেন ২৬ রান। এছাড়াও আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ ও বিপিএলে অভিষিক্ত রিপন মন্ডল পান ১টি করে উইকেট।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD