বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন




যুক্তরাষ্ট্র স্যাংশনের যে ইঙ্গিত দিয়েছে তা যথাযথই : খোকন

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, হুঁশিয়ারি উচ্চারণ করেছে, স্যাংশন দেওয়ার জন্য ৩ মার্চ ধার্য করেছে, দেশে সুষ্ঠু নির্বাচন না হলেও স্যাংশনের যে ইঙ্গিত দিয়েছে, আমি বলব তারা এটি যথাযথই করেছেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ভিসা থেকে শুরু যেসব বিষয় আমাদের সামনে এসেছে এগুলো আমাদের জাতির জন্য অত্যন্ত অবমাননাকর, লজ্জাকর। বর্তমান অবৈধ স্বৈরাচারী-ফ্যাসিস্ট সরকারের কারণে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।

তিনি পাল্টা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, আমাদের না আওয়ামী লীগের খবর আছে, কারণ জনগণ ফুঁসে উঠেছে। জনগণ এবার দিনের ভোট রাতে করতে দেবে না। আর সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হলো নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। আমি মনে করি দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে তাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত।

আগামী নির্বাচনে বিএনপির দলীয় অবস্থান কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করব। জনগণের জন্য আমরা আছি, জনগণের পাশে আমরা আছি। জনগণের দাবি আদায়ের জন্য আমরা যেকোনো ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। আমরা আশা করব, বর্তমান সরকার জনগণের যে দাবি, সারা বিশ্বে যে দাবি একটি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, তারা নিরপেক্ষ সরকারে অধীনে সেই নির্বাচন দেবে।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD