শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র বলেছে মিয়া আরেফি তাদের কেউ না: পররাষ্ট্রমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ৮:৫৮ am

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জো বাইডেনের কথিত উপদেষ্টা জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফি সম্পর্কে যুক্তরাষ্ট্র বলেছে, ওই লোক তাদের কেউ না। যুক্তরাষ্ট্র তাদের আইনে হয়তো তার বিচার করবে। দেশের আইনেও তার বিচার হবে।

শনিবার (৪ নভেম্বর) সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ তারিখ শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে।

বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আব্দুল মোমেন বলেন, সন্ত্রাস ও মিথ্যাচারের পথ ছেড়ে নির্বাচনে আসুন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD