বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন




যুক্তরাষ্ট্রে চকলেট কারখানায় বিস্ফোণে নিহত ২

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের একটি চকলেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ২ জন। নিখোঁজ হয়েছে অন্তত ৯ জন। খবর নিউ ইয়র্ক টাইমসের।

শুক্রবার স্থানীয় সময় বিকাল পাঁচটায় পেনসিলভেনিয়ার ওয়েস্ট রিডিং এ অবস্থিত আর এম পামার কোম্পানি নামের কারখানাটিতে ঘটে এ বিস্ফোরণ। অনেক দূর পর্যন্ত কালো ধোঁয়া আর ছাই ছিটকে পড়ে।

সঙ্গে সঙ্গেই নিরাপদে সরিয়ে নেওয়া হয় কারখানার বাকি কর্মীদের। তবে বিস্ফোরণের সময় ভেতরে কতজন ছিল এ নিয়ে কিছু জানায়নি প্রশাসন।

কোম্পানিটি ৭০ বছরেরও বেশি সময় ধরে চকলেট উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় ৮৫০ জন। তবে কী কারণে এ বিস্ফোরণ ঘটলো তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত চলছে।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD