মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত অন্তত ৪

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪ ৯:১৯ am

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে এক পার্টিতে বন্দুকধারীদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। গুলিতে আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার ক্যালিফোর্নিয়ার কিং সিটির একটি আবাসিক ভবনে পার্টি চলাকালে গুলির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে গোলাগুলির এই ঘটনা ঘটেছে। কিং সিটির একটি আবাসিক ভবনে পার্টি চলাকালীন অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে অন্তত তিনজন পুরুষ গুরুতর আহত হন। পরে তাদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

এ ছাড়া আহত এক নারীকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

ই-মেইলে দেওয়া এক বিবৃতিতে কিং সিটি পুলিশ বিভাগ বলেছে, পার্টিতে গুলিতে আহত অপর তিনজন পুরুষকে উদ্ধারের পর চিকিৎসার জন্য স্যালিনাসের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ বলছে, অজ্ঞাত তিন বন্দুকধারী ব্যক্তি একটি গাড়ি থেকে বের হয়েই পার্টিতে উপস্থিত লোকজনের উদ্দেশে এলোপাতাড়ি গুলি চালায়। কিং সিটির ওই আবাসিক ভবনের সামনে গুলির ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD