যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০১৬ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন ডেভিড ক্যামেরন। তখন থেকে তিনি আর পার্লামেন্টের সদস্য নন।
এদিকে, সোমবার সকালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করা হয়েছে। কে তার স্থলাভিষিক্ত হচ্ছেন, তা এখনো জানা যায়নি।