শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে হাত-মুখ বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪ ৬:৫১ am

রাজধানীর যাত্রাবাড়ীর গ্রিন মডেল টাউন প্রজেক্টের ভেতর থেকে নিখোঁজের চারদিন পর হাত-মুখ বাঁধা অবস্থায় নয়ন (২০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন।

গতকাল (শনিবার) দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মরদেহ রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

নয়ন শরিয়তপুরের জাজিরা উপজেলার কেবলনগর গ্রামের মো. বাবুলের ছেলে। বর্তমানে সে যাত্রাবাড়ীর শেখদি এলাকায় ভাড়া থাকতেন। ছয়মাস বয়সী এক ছেলে সন্তানের জনক নয়ন।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, খবর পেয়ে শনিবার দুপুরের দিকে যাত্রাবাড়ীর গ্রিন মডেল প্রজেক্টের ভেতরে নির্জন এলাকার একটি বাউন্ডারি দেওয়া প্লটের মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মুখ কাপড় দিয়ে এবং রশি দিয়ে হাত বাঁধা ছিল। মরদেহটি অর্ধগলিত ছিল। প্রথমে ওই যুবককে আমরা অজ্ঞাত হিসেবে পেলে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানতে সক্ষম হই। পরে নিহত ওই যুবকের মা মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও জানান, গত ১৪ মে নিখোঁজের ওই রাতে ডেমরা এলাকা থেকে তার অটোরিকশাটি উদ্ধার করা হয়েছিল। তবে তখন রিকশাটির ব্যাটারি ও কিছু সরঞ্জামাদি খোয়া গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

নিহত নয়নের মা রিনা আক্তার জানান, গত ১৪ মে রিকশা চালাতে যাবে বলে বাসা থেকে বেরিয়েছিল নয়ন। এরপর সে আর বাসায় ফেরেনি। পরের দিন রিকশার মালিকের কাছ থেকে তিনি জানতে পারি মুগদায় নদীর পাড় থেকে সেই রিকশাটি পাওয়া গেছে। রিকশার ব্যাটারি ও কিছু সরঞ্জামাদিও খোয়া গিয়েছিল। সেইসঙ্গে নয়নেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। ১৬ মে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। পরে গতকাল দুপুরের দিকে পুলিশের মাধ্যমে নয়নের মরদেহের খবর পাই। পরে আমি ঘটনাস্থলে গিয়ে আমার ছেলের মরদেহ শনাক্ত করি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD