সম্প্রতি মেট্রোরেলে এক যুগলের আলিঙ্গনরত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, শাড়ি পরা এক তরুণীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন এক যুবক। তার পাশেই বসে আছেন আরও দুই যুগল। তাদের পোশাক দেখে নেটিজেনরা দাবি করছেন, ‘এটি ভালোবাসা দিবসের ছবি।’
তবে ছবিটি বাংলাদেশের মেট্ররেলের কি-না এটি নিয়ে ফেসবুকে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা গেছে নেটিজেনদের। কেউ কেউ এটিকে বাংলাদেশের মেট্রোরেলের ছবি বলে দাবি করছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আলিঙ্গনরত ওই তরুণ-তরুণীর ছবিটি ভাইরাল হয়। এর ক্যাপশনে লেখা হয়, ‘এর পরক্ষণেই মেট্রোরেলে ফুল নিয়ে ওঠা নিষিদ্ধ করা হলো। এই হলো ১৪ ফেব্রুয়ারি।’ এর আগে ১৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যেমে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনের একটি ছবি ভাইরাল হয়। সেখানে সাদা কাগজে লেখাছিল ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’।
তবে আলিঙ্গনরত ওই ছবি ও ভিডিওতে লক্ষ্য করলে দেখা যায়, ওই মেট্রেতে ভারতের পতাকা সংবলিত লোগো। যেখানে লেখা, ‘আজাদি কা অমৃত মহোৎসব’। মেট্রোর মেঝেও লাল।
অর্থাৎ মেট্রোরেলে ভাইরাল হওয়া ছবিটি বাংলাদেশের নয়, এটি ভারতের। এটিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটা শহরের ছবি বলে প্রকাশ করেছে কলকতার একটি ফেসবুক গ্রুপ।