মেক্সিকোতে একটি বারে মদ্যপ এক ব্যক্তির দেওয়া আগুনে পুড়ে নারীসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
দেশটির উত্তরাঞ্চলীয় সোনোরা রাজ্যের সান লুইস রিও কলোরাডো শহরে শনিবার (২২ জুলাই) সকালে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, নারীদের প্রতি খারাপ আচরণের কারণে এক ব্যক্তিকে ওই বার থেকে বের করে দেওয়া হয়েছিল। ওই ব্যক্তিই পরে বারে আগুন ধরিয়ে দেন। এ সময় তিনি উচ্চমাত্রার নেশাগ্রস্ত ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় বারের দরজায় একটি বস্তু নিক্ষেপ করেছিলেন। যা এক ধরনের মোলোটভ ককটেল ছিল।
এ ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৪ জন নারী। এ ছাড়া অগ্নিকাণ্ডে আহত হয়ে আরও ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোনোরার অ্যাটর্নি জেনারেল গুস্তাভো রোমুলো সালাস চাভেজ বলেন, নিহতদের মধ্যে একজন ১৭ বছর বয়সী এবং একজন নারী আমেরিকান নাগরিক রয়েছেন। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।