শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন

মূর্খ অপদার্থদের প্রজনন বৃদ্ধিতে বিরক্ত বাংলাদেশ : আসিফ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ৬:০২ am

চলছে সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী (চতুর্থ দিন)। এদিন সন্ধ্যায় দেবীদুর্গার ‘মহা আরতি’ করা হয়।

মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। যেখানে তিনি সনাতন ধর্ম অনুসারীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।

সনাতন ধর্ম অনুসারীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সনাতন ধর্ম অনুসারী সব ভাই বোন বন্ধুদের জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের প্রত‍্যাশা ভালবাসাময় বাংলাদেশ। ভালবাসা অবিরাম।’

সেই পোস্টের কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেন, ‘আপনি একজন মুসলিম হয়ে শুভেচ্ছা জানান।’ এরপর আসিফ আকবর তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটু বিরক্তের সুরে বলেন, ‘আর আপনি একটা ইহুদি যোগাযোগ মাধ‍্যমে আইসেন হিন্দু-মুসলিম নিয়া। মূর্খ অপদার্থদের প্রজনন বৃদ্ধিতে বিরক্ত বাংলাদেশ।’

কমেন্ট বক্সে সানোয়ার হোসেন নামে আরেক ভক্তের ভাষ্য, ‘জি ভাইয়া অনেক সুন্দর পোস্ট ধন্যবাদ আপনাকে এদেশ একটি পরিবার আর আমরা সবাই এই পরিবারের সদস্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা মিলেমিশে দেশে বসবাস করতে চাই তাই ধর্ম যার যার উৎসব তার তার।’

প্রসঙ্গত, ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে আসিফ আকবর পরিচিত পান। শুধুই পরিচিতি নয়, প্রথম অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD