মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দুজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছে অর্ধশতাধিক।
রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টা থেকে পৌনে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে। নিহতদের বয়স ২২-২৫ বছর। আহতদের অধিকাংশের বয়স ২০-২৫ বছরের মধ্যে।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. আবু হেনা জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।