ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর মিরপুর রাজস্ব সার্কেলের ধউর ভূমি অফিসের অন্তর্গত নলভোগ মৌজায় প্রায় ৪০ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার।
অভিযানের সময় দর্পণ হাউজিংয়ের দখলে থাকা নলভোগ মৌজার সিটি ১নং খতিয়ানের ১৪০৮নং দাগের ৪৩.৫ শতক, ১৪৩৬নং দাগের ১১.৫ শতক, ১৪৪৪নং দাগের ২৯ শতক এবং ১৪৪৫নং দাগের ৭৫ শতক জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট সম্পত্তির পরিমাণ ৯৬ কাঠা যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা।
উদ্ধারকাজ পরিচালনাকালে মিরপুর রাজস্ব সার্কেলের সার্ভেয়ার এবং ধউর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।