শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন

মিয়ানমারে বাস্তুচ্যুত ৩০ লাখ মানুষ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪ ১:০৩ pm

মিয়ানমারে সংঘাতের কারণে ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ঘটনাকে জাতিসংঘ দেশটির জন্য ‘কালো মাইলফলক’ হিসাবে বর্ণনা করেছে।

জাতিসংঘ জানিয়েছে, গত ছয় মাসে বাস্তুচ্যুতদের সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে। কারণ ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী জেনারেলদের অপসারণের জন্য সামরিক ও সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে লড়াই তীব্র হয়েছে।

মিয়ানমারের জন্য জাতিসংঘের আবাসিক এবং মানবিক সমন্বয়কারীর কার্যালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমার চলতি সপ্তাহে একটি কালো মাইলফলক স্পর্শ করেছে যেখানে ৩০ লাখেরও বেশি বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছে।

এতে বলা হয়েছে, ‘মিয়ানমার ২০২৪ সালে গভীর মানবিক সঙ্কটের মধ্যে রয়েছে, যেখানে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে সংঘাত বেড়েছে, রেকর্ড সংখ্যক লোককে নিরাপত্তার জন্য তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে।’

জাতিসংঘ জানিয়েছে, ৩০ লাখ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের মধ্যে ৯০ শতাংশ দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাস্তুচ্যুতদের প্রায় অর্ধেক উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিন, ম্যাগওয়ে এবং সাগাইং অঞ্চলের। এর বাইরে দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে পালিয়েছে ৯ লাখের বেশি মানুষ। পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে পালিয়েছে ৩ লাখ ৬৫ হাজার বাসিন্দা। এর আগে ২০১৭ সালে সামরিক অভিযানের সময় রাখাইন থেকেই পালিয়ে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD