মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বনানী শাখার সাবেক অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) প্রিভিলেজ সেন্টারের সেন্টার ম্যানেজার জাহিদ সারোয়ারকে দুর্নীতির মামলায় পৃথক তিন ধারায় ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার স্ত্রী ফারহানা হাবিবকে পৃথক দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ রায় দেন। দুই জনকে প্রায় ১০ কোটি টাকা অর্থদণ্ড করেছেন আদালত।
আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।