মালয়েশিয়ার প্ল্যান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।
শুক্রবার (১৭ নভেম্বর) মালয়েশিয়ার সেক্রেটারি জেনারেলের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন জানায়, সাক্ষাতে সেক্রেটারি জেনারেল এবং হাইকমিশনার রাবার উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ উভয়পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা বিশেষ করে, পাম অয়েল সেক্টর দক্ষতা ভাগাভাগি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন।
এসময় মালয়েশিয়ার প্ল্যান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।