সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ২

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ৬:২৫ am

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ২ জন নিহত হয়েছেন। দেশটির সারওয়াক প্রদেশের কাম্পুং স্পাও কুয়ারির কাছে ওই সড়ক দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত বাংলাদেশির নাম-পরিচয় জানা যায়নি।

তবে দুর্ঘটনায় নিহত অপর ব্যক্তির নাম নিকোলাস এংকাটি (৪৭)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে সারাওয়াক ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বিকেল ৩টা ২৬ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত সিমুনজান ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিবিপি) সদস্যরা উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পৌঁছান।

পরে গাড়িতে আটকাপড়া হতাহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ দুজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭-এর ৪১(১) ধারা অনুযায়ী ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এদিকে এই ঘটনা সম্পর্কিত তথ্যসহ জনসাধারণকে তদন্তে সহায়তা করার জন্য এগিয়ে আসতে বা নিকটস্থ যেকোনও থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD