শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ভবন ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ১০:১৫ am

মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবন ধসে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম জিদান (২২)। এতে আহত হয়েছেন আরও দুই পাকিস্তানি নাগরিক।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে এ ঘটনা ঘটে।

মেলাকা সহকারী পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এএফপি।

পুলিশ কমিশনার জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ২০ থেকে ৪০ বছর বয়সী তিন শ্রমিক কংক্রিটের বাঁধন খোলার কাজ করছিলেন। হঠাৎ ভবনটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ঘটনাস্থলে মারা যান বাংলাদেশি শ্রমিক জিদান। নিহত বাংলাদেশির মরদেহ ওইদিন রাত ১০টার দিকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়। এ ছাড়া পাকিস্তানি দুই শ্রমিক জুবায়ের আহমেদকে (৩২) বিকেল সাড়ে ৬টা এবং আব্বাস গুলমকে (৪৯) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয়।

আহত দুই পাকিস্তানিকে উন্নত চিকিৎসার জন্য তাদের মেলাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD