সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

মার্কিন সামরিক আধিপত্য বিশ্বের সবচেয়ে বড় অশুভ শক্তি : রাশিয়া

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২২ am

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য আধুনিক বিশ্বের সবচেয়ে বড় অশুভ শক্তি।’ বুধবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মারিয়া জাখারোভা। খবর সিনহুয়ার।

মার্কিন সামরিক আধিপত্যের ‘উৎপত্তি, তথ্য ও বিপদ’ সম্পর্কে বার্তা সংস্থা সিনহুয়ার থিঙ্ক ট্যাঙ্ক ‘সিনহুয়া ইনস্টিটিউট’ প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনের ব্যাপারে জাখারোভা এ মন্তব্য করেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবেদনটি ‘অত্যন্ত সময়োপযোগী’ এবং এর শব্দগুলোই ‘প্রকৃত সত্য’।

মারিয়া জাখারোভা বলেন, ‘মার্কিন সামরিক আধিপত্য বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ সমস্য সমাধান এবং দেশগুলোর জন্য সমান অধিকার ও বাধ্যবাধকতাগুলোকে কঠিন করে তুলেছে। আর এটি সামগ্রিকভাবে বৈশ্বিক উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। এটা কেবলমাত্র বিশ্বের জন্যই ক্ষতিকর নয়, যুক্তরাষ্ট্রের জন্যও ক্ষতিকর।’

জাখারোভা আরও বলেন, ‘মার্কিন আধিপত্য অস্থিতিশীলতার বীজ বপন করে এবং আন্তর্জাতিক সম্পর্কের যৌথ নীতির বিরুদ্ধে কাজ করে।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD