বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে খেললেন সাকিব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১২:২১ pm

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা দেখা করেছেন সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাকিবের সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!

সৌজন্য সাক্ষাতে সাকিব আল হাসান পিটার হাসকে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি উপহার দেন। এরপর তারা ফটোসেশনে অংশ নেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD