ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মাঠ ও মাঠের বাইরে লিওনেল মেসির সময়টা দারুণ কাটছে। স্বয়ং আর্জেন্টাইন সুপারস্টার একাধিক সাক্ষাৎকারে বলেছেন, সময়টা খুব উপভোগ করছেন তিনি। সার্বিক যে চিত্র তাতে মেসি হয়তো মায়ামিতে দীর্ঘ সময় থাকার পরিকল্পনাই করছেন। এরই মধ্যে বড় ছেলে থিয়াগো যেমন ইন্টার মায়ামির একাডেমির অংশ হয়েছেন।
মায়ামি জানিয়েছে, ১০ বছর বয়সী থিয়াগো তাদের অনূর্ধ্ব-১২ দলে যোগ দেবেন এবং তাদের একাডেমি প্রকল্পের অংশ হবেন। ফ্লোরিডা ব্লু ট্রেনিং সেন্টারে অনুশীলন করবেন মেসির ছেলে। যার ঠিক পাশেই মেসিদের অনুশীলন মাঠ।
থিয়াগো এর আগে বার্সেলোনার একাডেমিতে খেলেছেন। ৬ থেকে ৮ বছর বয়সি শিশুদের দলে ছিলেন। ২০২০ সালে দলটির হয়ে তার একটি গোল ভাইরাল হয়।
মায়ামির একাডেমি প্রতিষ্ঠা হয় ২০১৯ সালে। এরই মধ্যে যারা বেশকিছু প্রতিভাবান খেলোয়াড় তৈরি করেছে। সেখান থেকে ওঠে আসা বেঞ্জামিন ক্রেমাশি, ডেভিড রুইজ ও নোয়া অ্যালেনরা তো এখন মেসির সতীর্থ হিসেবে খেলছেন।