শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

মাদারীপুরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪ ১:২৪ pm

মাদারীপুরের ডাসারে তীব্র তাপদাহে হিটস্ট্রোক করে আজগর আলী বেপারী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে নিজের খেতে কাজ করার সময় তীব্র রোদে ও গরমে অসুস্থ হয়ে মারা যান তিনি। মারা যাওয়া আজগর আলী উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, কৃষক আজগর আলী সকালে খেতে কাজ করতে যান। দুপুরের দিকে তিনি খেতের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে বাড়িতে আনেন। প্রচণ্ড গরমের কারণে তার শরীর থেকে প্রচুর ঘাম বের হচ্ছিল। বাড়িতে আনার পরপরই আজগর আলী মারা যান।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, তীব্র তাপদাহে একজন মারা গেছেন বলে খবর পেয়েছি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD