সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার অজি স্পিনার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৪৩ am

মাদক কারবারির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ-স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ৫২ বছর বয়সী এই স্পিনারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার পুলিশ।

পুলিশের অভিযোগ, তিন লাখ ৩০ হাজার ডলার দামের এক কেজি কোকেন কেনাবেচার সঙ্গে তিনি জড়িত ছিলেন। এজন্য দুইজন ব্যক্তির সঙ্গে চুক্তিও করেন ম্যাকগিল।

এর আগে, ২০২১ সালে অজিদের হয়ে ৪৪টি টেস্ট খেলা ম্যাকগিল অপহরণ হয়েছিলেন অভিযোগ দায়ের করেন।

ওই সময় তিনি জানান, একটি চক্র তাকে অপহরণ করার পর উলঙ্গ করে মারধর করেছে। তারা তাকে মেরে ফেলতে পারেন, এমন শঙ্কার কথাও বলেছিলেন।

পরে এই ঘটনার তদন্ত করতে গিয়ে ম্যাকগিলের মাদক কারবারির সঙ্গে সম্পৃক্তার তথ্য পেয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ।

পুলিশের দাবি, জেনে-বুঝেই মাদক ব্যবসায় সম্পৃক্ত হন সাবেক এই ক্রিকেটার।

জানা গেছে, মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রমাণিত হলে বড় সাজা হতে পারে ম্যাকগিলের। এমনকি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে তার। কেননা, অস্ট্রেলিয়ায় মাদক ব্যবসার শাস্তি গুরুতর।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD