রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১:৩০ pm

সম্প্রতি দেশের বেশ কয়েকটি মাজারে হামলার ঘটনা নজরে এসেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের। এসব হামলা প্রতিরোধ করে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে মন্ত্রণালয়টি।

রোববার (১৫ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের দেওয়া এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতিকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে, যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজার ওলি-আউলিয়া ও দরবেশদের সমাধিস্থল বিবেচনায় এর অনুসারীরা দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে ভক্তি-শ্রদ্ধা ও জিয়ারত করে আসছেন।

কোনো জেলার কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে সে ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব করতে গিয়ে মাজারে শান্তি-শৃঙ্খলা ও ভক্তদের চলাচল যেন বিঘ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারে পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD