বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

ময়মনসিংহে ভ্যান-অটোরিকশা সংঘর্ষে কৃষকলীগ নেতার মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ৪:৫৩ am

ময়মনসিংহ শহরে ভ্যান-অটোরিকশা সংঘর্ষে শরীফ উদ্দিন (৫০) নামে এক কৃষকলীগ নেতার মুত্যু হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর মাসকান্দা-হৃদয় মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরীফ উদ্দিন নগরীর মাসকান্দা এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে। শরীফ উদ্দিন জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শরীফ উদ্দিন রাত সাড়ে ৯ টার দিকে অটোরিকশাযোগে মাসকান্দা থেকে হৃদয়ের মোড়ের দিকে যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শরীফ উদ্দিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD