ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) হাসপাতালের প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ইন্টার্ন চিকিৎসক পরিষদ। তবে চিকিৎসকরা রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কাজে যোগ দিবেন।
জানা জানায়, শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসের সামনে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে একাত্বতা ঘোষণা করে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের নিরাপত্তা, বহিরাগতদের ক্যাম্পাসে নিষেধসহ সাত দফা দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস জানান, হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারণে সেবা নিতে আসা রোগীদের কোনো অসুবিধা হচ্ছে না। মিড লেভের ডাক্তার ও সিনিয়র ডাক্তারদের দিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রাখা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজার পুলিশ লাইনে কর্মরত এএসআই মাহমুদুল হাসান তার স্ত্রী নিলুফার ইয়াসমিনকে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। পরে হাসপাতালে ভর্তি হওয়ার পর মাহমুদুল কর্তব্যরত চিকিৎসককে ডাকেন। এ সময় ওই চিকিৎসক অন্য রোগী দেখছিলেন। একটু পরে আসবেন বলে তাকে জানান। এ সময় এএসআই মাহমুদুল ক্ষিপ্ত হয়ে চিকিৎসকের সঙ্গে বাজে আচরণ করেন। পরে দুই পক্ষের মাঝে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় সংবাদ পেয়ে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম ১৪ নম্বর ওয়ার্ডে আসেন। সেখানে অবস্থার অবনতি দেখে তিনি মাহমুদুলকে পুলিশ ক্যাম্পে নিয়ে যান। পরে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক পুলিশ ক্যাম্পে যান। এ সময় পুলিশ ক্যাম্পে দুই পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আটজন ইন্টার্ন চিকিৎসক আহত হন। তাদের মধ্যে ডা. সাদিক ও ডা. শামীম রেজা গুরুতর আহত হন।
এদিকে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন দিনের কর্মবিরতি ঘোষণা করে।