বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

ভ্যানচালক আব্রাম, যাত্রী অপু!

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১:৪৫ pm

ঢালিউডের সাবেক তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় এই স্টারকিড। সবার আগ্রহের কথা ভেবেই জয়ের নামে ফেসবুকে পেজ চালু করেছেন মা অপু বিশ্বাস। সেখানেই মেলে জয়ের সব আপডেট।

এদিকে বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আসছে সবার টাইমলাইনে। ভিডিওতে দেখা যাচ্ছে, অপু বিশ্বাস একটি ভ্যানের পেছনে বসে আছে। আর তা চালাচ্ছেন আব্রাম খান জয়। মা-পুত্রের এমন খুনসুটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

জানা যায়, সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ছেলেকে নিয়ে ঘুরতে বেড়িয়েছিলেন অপু। আর সেখানেই এমন খুনসুটির ভিডিও ধারণ করে নিয়ে আসেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশের স্টারকিডদের নিয়ে তেমন আলোচনা হয় না। তবে শাকিব-অপু দম্পতির সন্তান জয়কে নিয়ে বেশ মাতামাতি করতে দেখা যায়। তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

এরই মধ্যে জয়কে স্কুলে দিয়েছেন তারা বাবা-মা। সে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’তে পড়ছে। অপু বিশ্বাস নিজেই ছেলেকে স্কুলে নিয়ে যান। ছেলেকে পড়ালেখায় আগ্রহী করে তুলতে তার চেষ্টার অন্ত নেই।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD