শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

ভূমধ্যসাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ৫:৪৪ am

ভূমধ্যসাগরে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে শনিবার জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউএস ইউরোপিয়ান কমান্ড বা ইউএসইউকম। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাকারী ওই বিমানটি শুক্রবার গভীর রাতে দুর্ঘটনার শিকার হয়ে নিচে পড়ে যায়।

ইউএসইউকম বলছে, বিমান দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনার পেছনে শত্রুতামূলক কার্যকলাপের কোনো ইঙ্গিত নেই।

উল্লেখ্য, টানা এক মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় ব্যাপক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে ইসরাইলের তীব্র আক্রমণ শুরু হওয়ার পর মার্কিন সেনাবাহিনী ভূমধ্যসাগরে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়ে সেখানে সামরিক মহড়া শুরু করেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD