রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন

ভিকারুননিসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩ ৫:৪৯ am

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবু সুফিয়ান বিরুদ্ধে একই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত আবু সুফিয়ান ভিকারুননিসার বসুন্ধরা শাখার (দিবা) ইংরেজির শিক্ষক এবং ভুক্তভোগী শিক্ষার্থীও ওই শাখার ছাত্রী।

এ ব্যাপারে গত ২৯ আগস্ট ওই ছাত্রীর বাবা ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন। পরে ৩০ আগস্ট বিভাগীয় কমিশনার কার্যালয়ের শিক্ষা ও আইসিটি শাখার সহকারী কমিশনার আল-আমিন হালদারকে অভিযোগ তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

লিখিত অভিযোগে ছাত্রীর বাবা উল্লেখ করেন, আমার মেয়ে ভিকারুননিসা স্কুলের বসুন্ধরা শাখার নবম শ্রেণির দিবা শাখার ছাত্রী। ওই শাখার ইংরেজি বিষয়ের শিক্ষক আবু সুফিয়ানের কাছে সে প্রাইভেট পড়তো। প্রাইভেট পড়ানোর ফাঁকে ওই শিক্ষক বিভিন্ন সময় আমার মেয়েকে অশালীন এসএমএস পাঠাতো। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। আমি এর প্রতিকার চাই।

ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২ সেপ্টেম্বর প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে শুনানি গ্রহণ করে প্রতিবেদন দিতে একটু দেরি হয়েছে। হয়তো আজকে (সোমবার) প্রতিবেদন হাতে পাবো। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আল-আমিন হালদার বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা হয়েছে, সেখান থেকে যা পেয়েছি তা নিয়ে প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। আশা করছি, আজই (সোমবার) প্রতিবেদন জমা দিতে পারবো।

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যেহেতু তদন্ত চলছে, প্রতিবেদন কী আসে সেটা দেখতে হবে। প্রয়োজনে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD