বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন

ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা, মেক্সিকোয় ৮ জনের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১০:১১ am

মেক্সিকোয় ভারী বৃষ্টিপাতের পর পাহাড় বেয়ে নেমে আসা আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দুজন। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ভারী বৃষ্টির পর পাহাড় বেয়ে নেমে আসা কাঁদা-পানিতে ভেসে যান ভুক্তভোগীরা। মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোর অটলান এলাকার কাছে নিখোঁজ হন তারা। এর মধ্যে আটজনের মরদেহ পাওয়া যায় ঘটনাস্থল থেকে কয়েক মাইল দূরে।

সোমবার সন্ধ্যায় জালিস্কো সিভিল প্রোটেকশন সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, এ পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাকি দুজনের খোঁজে সন্ধান চলছে।

স্থানীয় সিভিল প্রোটেকশন সার্ভিসের কর্মকর্তা জুয়ান ইগনাসিও অ্যারোয়ো ভেরাস্তেগুই বলেছেন, ব্যাপকহারে বন উজাড় এবং এ বছরের শুরুর দিকে একটি অগ্নিকাণ্ডে পাহাড়ি বনাঞ্চলের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল। আকস্মিক বন্যায় এর ভূমিকা থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে এলাকাটিতে কয়েক ডজন উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

মেক্সিকোয় বন্যা ও গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের ঘটনা নিয়মিত ঘটে থাকে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন ভারী বৃষ্টিপাতের ঝুঁকি বাড়াচ্ছে। কারণ উষ্ণ বাতাসেই আর্দ্রতা বেশি থাকে।

সূত্র: এএফপি, এনডিটিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD