রাজধানীর ভাটারার জে ব্লকে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে মজিদ মিয়া (৫৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী ইলিয়াস মিয়া জানান, তিন তলার ছাদে ঢালাইয়ের কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন মজিদ মিয়া। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান জানায়, মজিদ মিয়া ভাটারার নয়া নগর এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশাল জেলায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি।