রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন




ব্যাট দিয়ে স্ত্রীকে নির্যাতন করায় কাম্বলির বাসায় পুলিশ

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

শনিবার মধ্যরাতে মদপানে মাতাল অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে ব্যাট ও রান্নার পাত্র দিয়ে আঘাত করার পাশাপাশি গালিগালাজ করেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বিনোদ কাম্বলি।

কাম্বলির বিরুদ্ধে মুম্বাইয়ের বান্দ্রা থানায় ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ও ৫০৪ ধারায় মামলা করেছেন স্ত্রী আন্দ্রেয়া। পুলিশ এখনো তাকে গ্রেফতার করেনি।

রোববার দুপুরে দুইজন পুলিশ কর্মকর্তা কাম্বলির ফ্ল্যাটে যান। ভারতীয় দণ্ডবিধির ৪১/এ ধারা অনুযায়ী বধূ নির্যাতনের অভিযোগে কাম্বলিকে নোটিশ ধরানো হয়। আগামী এক-দুই দিনের মধ্যে থানায় এসে বয়ান রেকর্ড করতে বলা হয়।

পুলিশকে কাম্বলির স্ত্রী বলেছেন- ‘শান্ত করার চেষ্টা করেও আমি এবং ছেলে সফল হইনি। কোনো কারণ ছাড়াই আমাদের দুইজনকে অকথ্য গালিগালাজ করতে শুরু করে। আমাদের মারধর করতে শুরু করে। রান্নাঘর থেকে ফ্রাইং প্যান নিয়ে ছুড়ে মারে আমাকে। তারপরও থামেনি। ক্রিকেট ব্যাট দিয়েও মারধর করে আমাদের। কোনোভাবে ওকে থামিয়ে ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি।’



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD