বুধবার, ০৭ জুন ২০২৩, ০৮:৫৭ অপরাহ্ন




ব্যাটারির পানি পান, হাসপাতালে মা-মেয়ের মৃত্যু

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৪৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ব্যাটারির পানি পান করে কন্যা শিশুসহ এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার (২৫ মার্চ) কুতুবদিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ছাদের ঘোনা এলাকার এলাকার মো. রশিদ মানিকের স্ত্রী নয়ন মণি (২০) ও তার মেয়ে মেহের মণি (১০ মাস)।

জানা গেছে, স্বামী মানিকের সঙ্গে শুক্রবার (২৪ মার্চ) বিকেলে স্ত্রী নয়ন মণির মোবাইল ব্যবহার নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে মণি। পরে একই দিন বিকেলে বাড়িতে ব্যবহৃত সৌর বিদ্যুতের ব্যাটারির পানি পান করেন তিনি। এ সময় কন্যাশিশু মেহেরকেও ওই পানি পান করান।

এদিকে শনিবার সকালে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে ভর্তির প্রায় দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় দুজন নিহত হন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, শনিবার সকালে এ ঘটনার খবর শুনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD