শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

বোঝার উপায় নেই, এই সেই সাবিলা নূর!

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ৮:৪১ am

একপাশে ডাসস্টবিন, আরেক পাশে ময়লার স্তুপ। তার মাঝে ময়লা জামা-কাপড়ে আনমনে বসে থাকতে দেখা গেল অভিনেত্রী সাবিলা নূরকে! শুধু কী তাই? তার চেহারাতেও দেখা গেছে পরিবর্তন! মাথাভর্তি কাঁচা-পাকা এলোমেলো চুল, চোখে-মুখে বিষণ্নতা; যেন দেখে বোঝার উপায় নেই, এই সেই সাবিলা নূর!

কিন্তু কেন এবং কি করে এ হাল হল সাবিলার? জানতে রাখা হয়েছে চমক। অবশ্য, দর্শকরাও বিষয়টি দেখে বুঝতে দেরি করেননি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে সাবিলার দুটি স্থিরচিত্র প্রকাশ্যে আসে। যেখানে সাবিলাকে এই নাজেহাল অবস্থায় দেখা মেলে। এরপর জানা যায়, ‘দূষিত এ শহর’ নামে একটি নাটকে এমন বেশে দেখা দিতে চলেছেন অভিনেত্রী। সেখানে ঢাকা শহরের একজন পরিচ্ছন্নতাকর্মীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

নাটকটির শ্যুটিংও নাকি সম্পন্ন প্রায়। গল্পে নারীর দৃষ্টিকোণ থেকে শহরের পরিচ্ছন্নতাকর্মীদের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

নাটকটিতে সাবিলার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ। আরও রয়েছেন সিয়াম নাসির, শরিফ সিরাজ ও টুনটুনি প্রমুখ। নাটকটি লিখেছেন আহমেদ তাওকীর। পরিচালনা করেছেন অনন্য ইমন। অদূর আগামীতে নাটকটি একটি বেসরকারি টিভিতে দেখানো হবে বলে খবর।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD