শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ১০:৩৬ am

আগামী বৃহস্পতিবার (২ মে) শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ইঙ্গিত দিয়েছেন।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সোমবার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

আদালতের এ নির্দেশনার বিষয় জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, আদালতের আদেশের কপি এখনো আমাদের হাতে আসেনি। এটা নিয়ে আমি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। পূর্ববর্তী নজির হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটি অন্তবর্তীকালীন আদেশ বহাল থাকে, নির্বাহী বিভাগ যদি সেটার বিষয়ে অবগত হয়, তারা সম্মান প্রদর্শনপূর্বক সেটাই মেনে চলে। অর্থাৎ আদালতের যে অন্তর্বর্তীকালীন আদেশ সেটা যদি বহাল থাকে, আমরা যেহেতু নির্বাহী বিভাগ আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সেটা মেনে চলতে বাধ্য।

তিনি বলেন, তবে এ বিষয়ে (আদালতের আদেশ) আমাদের অবগত হতে হবে। আমরা এখনো অবগত হইনি। ‌এখনো সময় আছে। আমরা সব সময় আদালতের সিদ্ধান্ত মেনে চলি।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD