বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

বৃষ্টি রাতে, সকাল পেরিয়ে দুপুর গেলেও নামেনি পানি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ ৮:২২ am

চলছে আশ্বিন মাস। আর আশ্বিনের রাতে মুষলধারে বৃষ্টির দাপট দেখল রাজধানীবাসী। গত রাতের বৃষ্টির পর আজ দুপুর পর্যন্তও ডুবে আছে রাজধানীর বিভিন্ন সড়ক অলি-গলি। রাজধানীতে গতকাল ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, আজ শুক্রবারও রাজধানীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

গতকালের বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অনেক রাস্তা তলিয়ে গিয়েছিল, সেই সঙ্গে জলাবদ্ধতার কারণে অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় গত রাতে। ধীরে ধীরে বিভিন্ন স্থানের পানি নেমে গেলেও অনেক জায়গাতেই জলাবদ্ধতা রয়ে গেছে।

গতরাতের বৃষ্টিতে রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

সকাল হতে হতে বিভিন্ন সড়েকের পানি নেমে গেলেও রাজধানীর নিউ মার্কেট, ধানমন্ডি, আজিমপুর, নীলক্ষেত, ঢাকা কলেজ এলাকা, বংশালসহ আরও বেশ কিছু এলাকার সড়ক এখনও জলাবদ্ধ হয়ে আছে।

নিউ মার্কেটের বাইরের ফুটপাতে ব্যাগের দোকান করনে খলিলুর রহমান। তিনি বলেন, আজ শুক্রবার নিউ মার্কেট এলাকায় একটি ব্যবসার দিন। কিন্তু গতরাতের বৃষ্টিতে নিউমার্কেটের আশপাশের এলাকা এখনও জলাবদ্ধ হয়ে আছে। দোকান খোলা তো দূরের কথা হাঁটা চলাই করা যাচ্ছে না। পথচারীসহ অন্যদের পানি মারিয়ে চলতে হচ্ছে।

আজিমপুরের দিক থেকে আসা সিএনজি চালক মোয়াজ্জেম হোসন বলেন, যাত্রাবাড়ী থেকে আজিমপুরে একটা ট্রিপ নিয়ে এসেছিলাম। কিন্তু এসে দেখি ওই দিকের রাস্তায় এখনও পানি জমে আছে। সিএনজি নিয়ে গেলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তাই যাত্রী নামিয়ে রিকশা ঠিক করে দিয়েছি।

বংশাল এলাকারা বাসিন্দা রহিদুল ইসলাম নিজের ব্যক্তিগত কাজে কাকরাইল গেছেন। তিনি বলেন, বংশালের প্রধান সড়কসহ অলিগলি এখনও পানিতে ডুবে আছে। অলিগলির ময়লা-আবর্জনা পানির সঙ্গে মিশে দুর্ভোগ চরমে উঠেছে। আমি একটি কাজে কাকরাইল এসেছি, কিন্তু তার আগে বংশাল পার হওয়ার সময়, প্যান্ট গুটিয়ে হাঁটু পানি মারিয়ে আমাকে আসতে হয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD