শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

বিশ্ব অ্যাথলেটিক্সে হিটে প্রথম বাংলাদেশের ইমরানুর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩ ২:০২ pm

বাংলাদেশের ইতিহাসে দ্রুততম মানব ইমরানুর রহমান। হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিক্সেও দুর্দান্ত সূচনা করেছেন তিনি। আসরের ১০০ মিটার স্প্রিন্টে প্রাথমিক রাউন্ডের দৌড়ে প্রথম হয়েছেন ইমরান। ১০.৫০ সেকেন্ড টাইমিংয়ে দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন লন্ডনপ্রবাসী এই অ্যাথলেট।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বটি মূলত বাছাইপর্ব রাউন্ড হিসেবে গণনা করা হয়। শীর্ষ অ্যাথলেটরা সরাসরি মূল পর্বে খেলেন। বাছাই রাউন্ডে কয়েকটি হিট হয়। সেই সকল হিটের শীর্ষস্থান অধিকারীররা মূল পর্বে জায়গা করে নেন।

হাঙ্গেরীর বুদাপেস্ট থেকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু জানান, ‘আমাদের ইমরান হিটে প্রথম হয়েছে। বিশ্ব অ্যাথলেটিক্সে কোনো হিটে বাংলাদেশের ক্রীড়াবিদের এমন অর্জন নেই। এটা আমাদের জন্য এক ইতিহাস।’

ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্টে হিটে তিন নম্বর লেনে দৌড়েছিলেন। ইমরান প্রাথমিক পর্বে নিজের হিটে প্রথম হওয়ায় রাউন্ড এক উত্তীর্ণ হয়েছেন। আজ বাংলাদেশ সময় আনুমানিক রাত পৌনে বারোটায় মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

হিটে তার সঙ্গে দৌড়ানো অন্য সাত প্রতিযোগী তেমন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি। ধারাভাষ্যকার এর বর্ণনা করেছেন এভাবে, ‘ক্লিয়ার কাট ফার্স্ট।’ বেশ কয়েকবারই ধারাভাষ্যকাররা বাংলাদেশের এই অ্যাথলেটের প্রশংসা করেছেন।

গত বছর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপেও ইমরান একটি ধাপ উত্তীর্ণ হয়েছিলেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন। ওরিগনে অনুষ্ঠিত সেই বিশ্ব চ্যাম্পিয়নশীপে অবশ্য তিনি পরবর্তী রাউন্ডে দৌড়াননি।

বাংলাদেশের দ্রততম মানব এই বছরের শুরুতে কাজাখস্তানে ৬০ মিটার এশিয়ান ইনডোরে বাংলাদেশকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন। ফাইনালে বাংলাদেশের এই অ্যাথলেট নিজের ক্যারিয়ারের সেরা ৬.৫৯ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD