বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করা হবে : আইজিপি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ১২:২২ pm

যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শাহবাগে জামায়াত নেতাকর্মীদের ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, আমরা দেখেছি সেদিন জানাজা দেওয়ার জন্য তারা একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল। যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে আমরা তাদের কঠোর হস্তে দমন করব।

জঙ্গি দমনের বিষয়ে তিনি বলেন, জঙ্গি ধমনে আমাদের সক্ষমতা রয়েছে। তারা যত দুর্গম এলাকায় অবস্থান করুক না কেন আমরা তাদের দমন করতে সক্ষম হব।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD