সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন

বিরোধীদলীয় নেতা জিএম কাদেরের এপিএস হলেন আবু তৈয়ব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০১ am

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ পেয়েছেন মো. আবু তৈয়ব।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরের অভিপ্রায় অনুযায়ী মো. আবু তৈয়বকে তার সহকারী একান্ত সচিব নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে তার পরিচয় সম্পর্কে জানানো হয়, আবু তৈয়বের বাবার নাম মো. তালেব আলী, গ্রাম. কর্ণপুর, ডাকঘর. মোগলহাট, উপজেলা. লালমনিরহাট, জেলা. লালমনিরহাট।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের যতদিন এ পদে থাকবেন অথবা মো. আবু তৈয়বকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD