বুধবার, ০৭ জুন ২০২৩, ০৯:২৮ অপরাহ্ন




বিরাট-ভামিকা এক ফ্রেমে, আনুশকার ছবি ভাইরাল

আরব বাংলা টিভি রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

ভামিকার আদুরে ছবি প্রকাশ করেছেন বলিউড সেনসেশন আনুশকা। বিরাট কোহলি ও মেয়ের ছবিটি আনুশকা ইনস্টাগ্রামে দেওয়ার পর মন্তব্যের হিড়িক পড়ে গেছে সেখানে।

রোববার আনুশকা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে এ ছবি প্রকাশ করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন— ‘পুরো হৃদয়’। ছবিটিতে বিরাট কোহলি ও তার সন্তানকে দেখা যায়। মেয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল বিরাট খুনসুটিতে ব্যস্ত। তবে এ ছবিতেও প্রকাশ পায়নি আনুশকা-কোহলির মেয়ে ভামিকার মুখ।

এ ছবিটিতে রণবীর সিং, রাকুল প্রিত সিং, মাসাবা গুপ্ত, নীতি মোহনসহ অন্যান্য সেলিব্রিটিরা মন্তব্য করেছেন।

ছবিতে ৩৬ লাখ ৬০ হাজার ইনস্টা ব্যবহারকারী লাইক দিয়েছেন।

বিরাটের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই আনুশকা এ ছবিটি প্রকাশ করেন। এর আগেও ইনস্টাগ্রামে আনুশকার ছবির ক্যাপশনে বিরাটের প্রতি ভালোবাসা প্রকাশ করেছিলেন। সেই ছবিটিও ভাইরাল হয়েছিল।

সূত্র: বলিউড বাবল



আরো পড়ুন



আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  




© All rights reserved © ArabBanglaTV

Developer Design Host BD